ঢাকা: রবিবার, ৩ আগস্ট ২০২৫

Follow :

31°C
ঢাকা রবিবার, ৩ আগস্ট ২০২৫

শেষ ম্যাচে হেরে হোয়াইটওয়াশই হলো বাংলাদেশের মেয়েরা

সময়ের কথা নিউজ ১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১১:৩৯ ২ মিনিটে পড়ুন

প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছিল বাংলাদেশের মেয়েরা। শেষ ম্যাচটা ছিল হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। কিন্তু এবারও পারলো না নিগার সুলতানা জ্যোতিরা। স্বাগতিক ক্যারিবীয় মেয়েদের কাছে ৯ বল বাকি থাকতে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সে সঙ্গে হোয়াইটওয়াশ হলো ৩-০ ব্যবধানে।

ওয়ানডে সিরিজও হেরেছিলো বাংলাদেশ। তবে, সেখানে একটি ম্যাচ জিতেছিল তারা। যার ফলে ব্যবধান দাঁড়িয়েছিলো ২-১ এ। কিন্তু টি-টোয়েন্টিতে কোনো ম্যাচেই স্বাগতিকদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিই ৪৩ বল খেলে সর্বোচ্চ ৩৩ রান করেন। ওপেনার ডালিয়া আক্তার করেন ২১ রান। ১৩ রান করেন মুর্শিদা খাতুন। ক্যারিবীয় বোলার জেনেলিয়া গ্লাসগো ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট।

জবাব দিতে নেমে ৫ উইকেট হারালেও ১৮.১ ওভারে অনায়াসেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। জেনেলিয়া গ্লাসগো করেন ২৫ রান। সর্বোচ্চ ২৭ রান করেন শাবিকা গজনবি। ১৪ রানে অপরাজিত থাকেন জাইদা জেমস।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন।

জনপ্রিয় বিষয়

জনপ্রিয় সংবাদ

শেষ ম্যাচে হেরে হোয়াইটওয়াশই হলো বাংলাদেশের মেয়েরা

প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছিল বাংলাদেশের মেয়েরা। শেষ ম্যাচটা ছিল হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। কিন্তু এবারও পারলো না নিগার সুলতানা জ্যোতিরা। স্বাগতিক ক্যারিবীয় মেয়েদের কাছে ৯ বল বাকি থাকতে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সে সঙ্গে হোয়াইটওয়াশ হলো ৩-০ ব্যবধানে।

ওয়ানডে সিরিজও হেরেছিলো বাংলাদেশ। তবে, সেখানে একটি ম্যাচ জিতেছিল তারা। যার ফলে ব্যবধান দাঁড়িয়েছিলো ২-১ এ। কিন্তু টি-টোয়েন্টিতে কোনো ম্যাচেই স্বাগতিকদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিই ৪৩ বল খেলে সর্বোচ্চ ৩৩ রান করেন। ওপেনার ডালিয়া আক্তার করেন ২১ রান। ১৩ রান করেন মুর্শিদা খাতুন। ক্যারিবীয় বোলার জেনেলিয়া গ্লাসগো ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট।

জবাব দিতে নেমে ৫ উইকেট হারালেও ১৮.১ ওভারে অনায়াসেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। জেনেলিয়া গ্লাসগো করেন ২৫ রান। সর্বোচ্চ ২৭ রান করেন শাবিকা গজনবি। ১৪ রানে অপরাজিত থাকেন জাইদা জেমস।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন।

জনপ্রিয় ক্যাটাগরি

জনপ্রিয় সংবাদ