এত দ্রুত বিএনপি আওয়ামীলগের রূপ ধারণ করবে, ভাবতেও পারিনি: আদনান
মোটামুটি সেন্সিবল বিএনপি যাদের মনে করতাম এরা বলছে সাধারণ ছাত্র মানেই নাকি শিবির। আর যেহেতু শিবির তাই মারা ঠিক আছে। সেই লীগের মতো অডাসিটি, সেই লীগের মতো, ‘যা করসি, ঠিক করসি’ টোন।
প্রথমত, শিবির হলে দোষ। শিবির হলে মারা জায়েজ, এটা তো শাহবাগ আর লীগের ট্রেইডমার্ক বয়ান। বিএনপি-ছাত্রদল সিরিয়াসলি এটা নিয়েই রাজনীতি করতে চায়? এটা তাদের পলিটিকাল লাইন হবে?
দ্বিতীয়ত, ফর আ ফ্যাক্ট আমি জানি আজকে অনেক ছাত্র ছিল যারা কোন ছাত্র সংগঠনেই নাই। কুয়েটের যাদের স্ট্যাটাস ভাইরাল হয়েছে এরকম একজন আমার ফ্রেন্ড লিস্টেই আছে। আমার তাঁর সাথে কথাও হয়েছে। এই ভাই জীবনে কোনদিন শিবির করে নাই, বরং আদর্শিক কারণে শিবিরের সমালোচনা করেছে। কিন্তু গণহারে তাকেও শিবির বলা হচ্ছে।
অদ্ভুত অবস্থা। যেহেতু দাড়ি আছে, প্র্যাকটিসিং মুসলিম তাই শিবির। আর যেহেতু শিবির, তাই মারা জায়েজ।
হুবহু, ওয়ার্ড ফর ওয়ার্ড আওয়ামী বয়ান।
আমার পুরনো কথা রিপিট করি। বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের এই সমস্যাগুলোর কারণ কাঠামোগত ইসলামবিদ্বেষ। এবং এটার দায় শুধু আওয়ামী লীগ কিংবা শাহবাগের ওপর চাপানো নাইভ এবং রিডাকটিভ। বাংলাদেশের সেক্যূলার-প্রগতিশীলদের কালচার হেজেমনির ফলাফল হল এই সব বয়ান। এটা এ দল-বি দল এর ইস্যু না।
এত দ্রুত বিএনপি আওয়ামীলগের রূপ ধারণ করবে, ভাবতেও পারিনি: আদনান
মোটামুটি সেন্সিবল বিএনপি যাদের মনে করতাম এরা বলছে সাধারণ ছাত্র মানেই নাকি শিবির। আর যেহেতু শিবির তাই মারা ঠিক আছে। সেই লীগের মতো অডাসিটি, সেই লীগের মতো, ‘যা করসি, ঠিক করসি’ টোন।
প্রথমত, শিবির হলে দোষ। শিবির হলে মারা জায়েজ, এটা তো শাহবাগ আর লীগের ট্রেইডমার্ক বয়ান। বিএনপি-ছাত্রদল সিরিয়াসলি এটা নিয়েই রাজনীতি করতে চায়? এটা তাদের পলিটিকাল লাইন হবে?
দ্বিতীয়ত, ফর আ ফ্যাক্ট আমি জানি আজকে অনেক ছাত্র ছিল যারা কোন ছাত্র সংগঠনেই নাই। কুয়েটের যাদের স্ট্যাটাস ভাইরাল হয়েছে এরকম একজন আমার ফ্রেন্ড লিস্টেই আছে। আমার তাঁর সাথে কথাও হয়েছে। এই ভাই জীবনে কোনদিন শিবির করে নাই, বরং আদর্শিক কারণে শিবিরের সমালোচনা করেছে। কিন্তু গণহারে তাকেও শিবির বলা হচ্ছে।
অদ্ভুত অবস্থা। যেহেতু দাড়ি আছে, প্র্যাকটিসিং মুসলিম তাই শিবির। আর যেহেতু শিবির, তাই মারা জায়েজ।
হুবহু, ওয়ার্ড ফর ওয়ার্ড আওয়ামী বয়ান।
আমার পুরনো কথা রিপিট করি। বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের এই সমস্যাগুলোর কারণ কাঠামোগত ইসলামবিদ্বেষ। এবং এটার দায় শুধু আওয়ামী লীগ কিংবা শাহবাগের ওপর চাপানো নাইভ এবং রিডাকটিভ। বাংলাদেশের সেক্যূলার-প্রগতিশীলদের কালচার হেজেমনির ফলাফল হল এই সব বয়ান। এটা এ দল-বি দল এর ইস্যু না।